শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে পুলিশের ভুলে কারাভোগী সেই চাঁন মিয়া জামিনে মুক্তি পেলেন

টাঙ্গাইলে পুলিশের ভুলে কারাভোগী সেই চাঁন মিয়া জামিনে মুক্তি পেলেন

নিজস্ব প্রতিনিধি- টাঙ্গাইলের মধুপুরে দুজনের একই নাম চাঁন মিয়া হওয়ায় একজনের জায়গায় আরেকজনকে জেল হাজতে নেওয়া হয়েছিল। গত বৃহস্পতিবার (২৬ শে নভেম্বর) এক চাঁন মিয়ার স্ত্রীর করা যৌতুকের মামলায় গ্রেফতার হয়েছিলেন লেপ তোষক ব্যবসায়ী নিরপরাধ আ‌রেক চাঁন মিয়া।

আজ র‌বিবার (২৯ শে ন‌ভেম্বর) টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মধুপুর আমলী আদালতের বিচারক শামসুল আলম চাঁন মিয়ার জামিন মঞ্জুর করেছেন। এতে পু‌লি‌শের ভু‌লে কারা‌ভোগ করা চাঁন মিয়া আদালত থে‌কে জামিনে মুক্ত হ‌য়ে প‌রিবা‌রের কা‌ছে ফি‌রে‌ছেন।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. শাহিনুল ইসলাম বলেন, “গত বৃহস্পতিবার যৌতুকের সি.আর ১৭০/১৯ নং যৌতুকের মামলায় গ্রেফতার হওয়া চাঁন মিয়াকে জামিন দিয়েছেন আদালত। এতে প্রকৃত আসামী ও প্রকৃত ঘটনা নিয়ে তদন্ত করছে পুলিশ।”

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মধুপুর আমলী আদালতে সি.আর ১৭০/১৯ নং যৌতুকের ৩ ধারায় মামলা করেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণবাড়ী গ্রামের জহুর আলীর ছেলে (বাদী জমিলার স্বামী) চাঁন মিয়ার বিরুদ্ধে তার স্ত্রী ও বাদী জমিলা বেগম।

কিন্তু গত বৃহস্পতিবার (২৬ শে নভেম্বর) নামের মিল থাকায় মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের কুড়াগাছা গ্রামের জরু শেখের ছেলে ও লেপ তোষকের ব্যবসায়ি চাঁন মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -