নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে পৃথক স্থানে গোসল করতে নেমে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) বিকালে টাঙ্গাইল সদর উপজেলার বরুহা এবং মাকড়কোল গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার বরুহা গ্রামের মৃত আবু সাইদের ছেলে জাহিদুল ইসলাম (১২) এবং আল-আমিন (১৩)।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম বলেন, জাহিদুল ইসলাম বৃহস্পতিবার বিকালে বরুহা গ্রামের ধলেশ্বরী শাখা নদীতে গোসল করতে নামে। গোসল করার একপর্যায়ে ডুবে গিয়ে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় জাহিদুলকে মৃত অবস্থায় উদ্ধার করে।
তিনি আরো বলেন, পৃথক আরেক ঘটনায় মাকড়কোল গ্রামে এক কিশোর যমুনা নদীতে গোসল গিয়ে পানির স্রোতে ভেসে যায়। ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করতে যাওয়ার আগেই ওই কিশোরের মরদেহ ভেসে উঠে।