নিউজ টাঙ্গাইল ডেস্ক:
টাঙ্গাইল সদর উপজেলায় ১৫ বোতল ফেন্সিডিলসহ আহমেদ দুলাল খান (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে টাঙ্গাইল হাইওয়ে পুলিশ। রোববার রাতে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। দুলাল খান ওই এলাকার মৃত হযরত আলী খানের ছেলে। এ ব্যাপারে টাঙ্গাইল সদর মডেল থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
টাঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম বলেন, রোববার রাতে হাইওয়ে পুলিশের একটি দল চেক পোস্ট সন্দেহ মূলকভাবে দুলালকে আটক করে তল্লাসী করা অবস্থায় তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।