নিজস্ব প্রতিবেদক: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভর্ষণে টাঙ্গাইলের ১২ টি উপজেলায় এবার বন্যায় প্রায় ৩০ হাজার কৃষকের ৫৭ কোটি ক্ষয়ক্ষতি হয়ে বলে জানিয়েছেন টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
তারমধ্যে জেলার ভূঞাপুর, টাঙ্গাইল সদর, কালিহাতী, নাগরপুর ও গোপালপুর উপজেলা বেশি ক্ষতি হয়েছে।
টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কবির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- জেলায় ৪ হাজার ৬০১ হেক্টর ফসলি জমি বন্যার পানিতে নিমজ্জিত হয়। এতে ২৯ হাজার ৩৩৫ জন কৃষকের ৫৭ কোটি ৪৯ লাখ টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থদের তালিকার তালিকা করা হচ্ছে। সরকারি বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্থদের কৃষি প্রণোদনা সহযোগিতা প্রদান করা হবে।