নিজস্ব প্রতিবেদক: গ্রাম পুলিশদের সেবা আরও দ্রুত মানুষের মাঝে পৌঁছে দেয়া ও গতিশীল করার লক্ষে টাঙ্গাইলে গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১৮ জুন) দুপুরে জেলা প্রশাসনের কার্যালয় সামনে জেলার ৫৫টি ইউনিয়নে সদ্য নিয়োগপ্রাপ্ত ৯১ গ্রাম পুলিশ সদস্যের মাঝে এ বাইসাইকেল বিতরণ করা হয়। তারমধ্য ৮৩ জন পুরুষ এবং ৮ জন নারী গ্রাম পুলিশ সদস্য রয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় গ্রাম পুলিশদের জন্য বরাদ্দকৃত বাইসাইকেল বিতরণ করেন- টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এসময় স্থানীয় সরকার টাঙ্গাইলের উপ-পরিচালক শামীম আরা রিনি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমিন, এনডিসি খায়রুল ইসলাম প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।