সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে বাসাইল আ.লীগের সভাপতি হাজী মতিউর রহমান গাউস আটক

টাঙ্গাইলে বাসাইল আ.লীগের সভাপতি হাজী মতিউর রহমান গাউস আটক

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউসকে আটক করা হয়েছে।

শনিবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে তার নিজ বাড়ী বাসাইল দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত হাজী মতিয়ার রহমান গাউস বাসাইল দক্ষিণপাড়া এলাকার আব্দুল কাদের মিয়ার ছেলে।

জানা গেছে, নাশকতামূলক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ৮টার দিকে সেনাবাহিনীর একটি টিম বাসাইল দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় হাজী মতিয়ার রহমান গাউসের বাড়ি ঘেরাও করে সেনাবাহিনী। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য সেনা ক্যাম্পে নেয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাত ১০টার দিকে বাসাইল থানায় হস্তান্তর করে।

বাসাইল সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর শেখ ইসতিয়াক উদ্দিন জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের সম্পৃক্ত থাকার কারণে তাকে আটক করা হয়। পরে তাকে বাসাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে বাসাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন- সেনাবাহিনীর একটি টিম রাতে অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউসকে আটকের পর থানায় সোপর্দ করেছেন। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রবিবার ৩ নভেম্বর টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -