বুধবার, মার্চ ২২, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে বিএনপির ৯ নেতা-কর্মী কারাগারে

টাঙ্গাইলে বিএনপির ৯ নেতা-কর্মী কারাগারে

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে বিএনপির নয় নেতা-কর্মীকে কারাগারে এবং অপর নয়জনকে জামিন দিয়েছে আদালত।

বুধবার তাদের জেলার জ্যেষ্ঠ বিচারিক আদালতে নেওয়া হলে বিচারক এ রায় দেন বলে আদালত পুলিশের পরিদর্শক তানভীর আহমেদ জানান।

এর আগে গত মঙ্গলবার একটি স্মরণসভা থেকে ফেরার পথে পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে বিএনপির নেতারা জানান।

পরিদর্শক তানভীর আহমেদ জানান, ১৮ জনের মধ্যে টাঙ্গাইল থানায় গ্রেপ্তার আটজনের জামিন না মঞ্জুরের আদেশ দেন ওই আদালতের বিচারক রূপন কুমার দাস।

এ ছাড়া আগামী ২৮ ডিসেম্বর তাদের সাত দিন করে রিমান্ড আবেদনের শুনানির তারিখ ধার্য করা হয়।

অপরদিকে, দেলদুয়ার থানার একটি মামলায় গ্রেপ্তার এক বিএনপি নেতার জামিন না মঞ্জুরের আদেশ দেন একই আদালতের বিচারক সজীব চৌধুরী। তার রিমান্ড আবেদনের শুনানি বৃহস্পতিবার ধার্য করা হয়েছে।

কারাগারে পাঠানোদের মধ্যে আছেন, সদর থানা বিএনপির যুগ্মসম্পাদক আশরাফুল আলম ওরফে ঘটু, সদস্য আশরাফ আলী, বাঘিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, টাঙ্গাইল পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার জহিরুল ইসলাম ওরফে ইরান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, বাঘিল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বেলায়েত হোসেন, একই ইউনিয়ন বিএনপি নেতা ওমর আলী এবং কাতুলী ইউনিয়নের যুবদলের আহ্বায়ক লুৎফর রহমান।

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের অভিযোগ, গত ২১ নভেম্বর পুলিশ বাদী হয়ে সদর থানায় করা একটি ‘গায়েরি’ মামলায় নেতা-কর্মীদের গ্রেপ্তার দেখানো হয়।

এছাড়া টাঙ্গাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফ সরোয়ারকে গত ২৯ নভেম্বর দেলদুয়ার থানায় দায়ের করা অপর একটি ‘গায়েবি’ মামলায় গ্রেপ্তার দেখানো হয় বলে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের অভিযোগ।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহীনের অভিযোগ, আগামী ২৪ ডিসেম্বর জেলা পর্যায়ে গণমিছিল কর্মসূচি বাধাগ্রস্ত করার জন্যই নেতা-কর্মীদের হয়রাণিমূলক গ্রেপ্তার করা হচ্ছে। তিনি গ্রেপ্তারদের মুক্তির দাবি জানান।

এ দিকে গ্রেপ্তার জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক রাকিব হোসেন, সদস্য মাহিদ মাহমুদ, পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, সাবেক যুগ্মসম্পাদক রানা খান, বিএনপি কর্মী নাহিদ হাসান, তুহিন মিয়া, জাহাঙ্গীর আলম, পারভেজ এবং সাইফুল ইসলামকে জনউৎপাত সৃষ্টির অভিযোগ এনে আদালতে পাঠায় পুলিশ। পরে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুকের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহরের সিলমি কমিউনিটি সেন্টারে এক স্মরণসভার আয়োজন করা হয়। এতে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান সভাপতিত্ব করেন।

দুপুরে সভা শেষে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণের পর ফেরার পথে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -