শনিবার, নভেম্বর ২, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে বিক্ষোভ মিছিলে ছাত্র-জনতার ঢল!

টাঙ্গাইলে বিক্ষোভ মিছিলে ছাত্র-জনতার ঢল!

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কারের দাবিতে টাঙ্গাইলে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে। শনিবার (০৩ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় টাঙ্গাইল প্রেসক্লাব সামনে ও বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে সমবেত হন আন্দোলনরত শিক্ষার্থী ও তাদের অভিভাবক।

এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে নিরালা মোড় হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবের সামনে একত্রে হন। মিছিলে হাজারো ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।

এদিকে, টাঙ্গাইল পৌর শহরের কর্মসূচি শেষে দেশব্যাপি ডাকা অসহযোগ আন্দোলন সফল করতে বৃষ্টি উপেক্ষা করেই দুপুর দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের শহর বাইপাস নগর জালফৈ এলাকায় অবরোধ করে। পরে শিক্ষার্থীরা ঘন্টাব্যাপি মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এসময় ভোগান্তিতে পড়ে চালক ও যাত্রীরা। দুপুর আড়াই টার দিকে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি শেষ করে মহাসড়ক ছেড়ে চলে যান। পরে উভয় পাশে যানচলাচল স্বাভাবিক হয়। মিছিল চলাকালীন সময় অভিভাবকরা কেউ কেউ ছাত্রদের হাতে পানির বোতল তুলে দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, এখন আমাদের এক দাবি সরকার পতন। এই সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ। পতন ব্যতিত এই সরকারের কাছে আমাদের কোন দাবি নেই।

অভিভাবকরা বলেন, সন্তানদের যৌতিক দাবি পূরণে অনেক অভিভাবক এসেছেন এই মিছিলে। শিক্ষার্থীদের আন্দোলনে আমরাও আছি। নীরবে আর সরকারের এত অত্যাচার সহ্য করা যায় না।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দিন জানান, পুলিশ ধৈর্য সহকারে ও জান মালের নিরাপত্তা দিতে সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -