বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলে বিদ্যুৎপৃ‌ষ্ঠে শ্র‌মিক নিহত; আহত ১

টাঙ্গাইলে বিদ্যুৎপৃ‌ষ্ঠে শ্র‌মিক নিহত; আহত ১

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌তে বিদ্যু‌তের তা‌রে জ‌ড়ি‌য়ে এক শ্র‌মিকের মৃত্যু হ‌য়ে‌ছে। এসময় তা‌কে বাঁচাতে গিয়ে আ‌রেক শ্র‌মিক আহত হ‌য়ে‌ছে। নিহত ওই শ্র‌মিক উপ‌জেলার নারা‌ন্দিয়া ইউ‌নিয়‌নের কা‌চিনা গ্রা‌মের জ‌বেদ আলীর ছে‌লে নুরুল ইসলাম (৪০)।

রোববার (২৩জুন) সকালে উপ‌জেলার কদমতলী গ্রা‌মে এই ঘটনা ঘ‌টে। আহত জোয়াদ আলী‌কে (৪৫) উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

স্থানীয়রা জানায়, উপ‌জেলার নারা‌ন্দিয়া ইউ‌নিয়নের কদমতলী এলাকায় একটি পুকু‌রে মা‌টির কাজ কর‌ছিল ক‌য়েকজন শ্রমিক। এসময় সেচপা‌ম্পের ঝুঁ‌কিপূর্ন ফাঁটা তা‌ড়ে জ‌ড়ি‌য়ে ঘটনাস্থ‌লেই নুরুল ইসলাম মারা যায়। এসময় তা‌কে বাঁচাতে গি‌য়ে জোয়াদ না‌মের আ‌রেকজন গুরুত্বর আহত হয়। প‌রে তা‌কে উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

কা‌লিহাতীর উপ‌জেলার নারা‌ন্দিয়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান শুকুর মামুদ ঘটনা সত্যতা স্বীকার ক‌রে ব‌লেন, নিহ‌তের লাশ তার প‌রিবার বা‌ড়ি‌তে নি‌য়ে গে‌ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -