নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে নাজমা বেগম (৪২) নামের এক বিধবাকে সাতজন মিলে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক শিহাব হাসানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল ডিস্ট্রিক গেট এলাকা থেকে সখীপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শিহাব উপজেলার মুচারিয়া পাথার গ্রামের বক্কর সিদ্দিকীর ছেলে। এর আগে একই মামলায় গ্রেফতার হওয়া আলমগীর হোসেন (২২) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তার স্বীকারোক্তির ভিত্তিতেই পুলিশ শিহাবকে গ্রেফতার করে।
শুক্রবার সাতদিনের রিমান্ড চেয়ে শিহাবকে আদালতে পাঠানো হলে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, বিধবা নাজমা সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসায় একা থাকতেন। এ সুযোগে খুনিরা সাতজন মিলে তাকে পালাক্রমে ধর্ষণ শেষে শ্বাসরোধ করে খুন করে। পরে হাত, পা ও মুখ বেঁধে গোসলের কক্ষে রেখে পালিয়ে যায়। গত ৫ অক্টোবর বিকেলে নাজমার অর্ধ্বগলিত লাশ পাওয়া যায়। খুনিরা তার মুঠোফোন ও স্বর্ণালঙ্কারও লুট করে নিয়ে যায়। ওই মুঠোফোনের সূত্র ধরেই গত গত ২০ এপ্রিল আলমগীর নামের এক আসামিকে গ্রেফতার করা হয়।