শুক্রবার, মার্চ ২৪, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাগোপালপুরটাঙ্গাইলে বিয়ের পিঁড়িতে বসা হলো না বাবুর

টাঙ্গাইলে বিয়ের পিঁড়িতে বসা হলো না বাবুর

নিউজ ডেস্ক: মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় মারা গেলেন নুরুল ইসলাম বাবু (২১) নামের এক যুবক।

শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর এলাকার মালাউড়ী ভোলাসার বাঁকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম বাবু গোপালপুর উপজেলার সাজনপুরের মিশ্রপুঠি গ্রামের মিন্টু মিয়ার ছেলে।

নিহতের চাচা রমজান ও বন্ধু আল মামুন জানান, রোববার একই উপজেলার শিমলা গ্রামে নুরুলের বিয়ে করার কথা ছিল। বিয়ে নিয়ে আয়োজন চলছিল। নুরুলও আসছিলেন কর্মস্থল থেকে। মধুপুর পৌর এলাকার ওই বাঁকে নেমে এক আত্মীয়ের বাড়িতে নিজের বিয়ের আমন্ত্রণ পৌঁছে দিয়ে বাড়িতে ফিরছিলেন।

মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -