বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় দোয়া

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনে বিজয়ের এক মাস পূর্তি উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে টাঙ্গাইলে নিহত শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধায় টাঙ্গাইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে
টাঙ্গাইল পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হাম, নাত ও দেশাত্মবোধক গান পরিবেশন করে।

এ সময় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আল আমিন, মনিরুল ইসলাম, ইমরান কবির, কামরুল ইসলাম, আল আমিন সিয়াম ও শেখ ফরাশসহ অন্যান্য উপস্থিত ছিলেন।

এদিকে- জেলার ভূঞাপুরেও শেখ হাসিনার গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে ‘শহীদী মার্চ’ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উপজেলা শাখা। বিকালে ভূঞাপুর পৌর শহরের বিভিন্ন প্রধান প্রধান প্রধান পদক্ষিণ করে। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা অংশ নেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -