সোমবার, অক্টোবর ৭, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাগোপালপুরটাঙ্গাইলে ব্রয়লার মুরগির পঁচা মাংস বিক্রি করছিল যুবক, হাতেনাতে ধরা

টাঙ্গাইলে ব্রয়লার মুরগির পঁচা মাংস বিক্রি করছিল যুবক, হাতেনাতে ধরা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুরে ফেরি করে ব্রয়লার মুরগির পঁচা মাংস বিক্রি করছিল বাবু মিয়া (২৪) নামে এক অসাধু ব্যবসায়ী। পরে উৎসুক জনতা তাকে হাতেনাতে আটক করে। এ খবরে তাকে ৫’শ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। বাবু মিয়া কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়া গ্রামের সেন্টু মিয়ার ছেলে।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে গোপালপুর পৌর শহরের ডুবাইল এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসতুরা আমিনা। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরীফ আব্দুল বাসেত প্রমুখ।

জানা যায়, মুরগির পা, কলিজা ও গিলা ফ্রিজে সংরক্ষণে রেখে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় এসব পঁচা মাংস বিক্রি করে আসছিল সে। মঙ্গলবার দুপুরে ডুবাইল এলাকায় বাড়ি বাড়ি ঘুরে সে মাংস বিক্রি করতে আসেন। পরে প্রশাসন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫’শ টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসতুরা আমিনা জানান, মঙ্গলবার দুপু্রে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ধারায় ৫’শ টাকা জরিমানা ও জব্দকৃত ৩০ কেজি মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -