বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলে ভ্যানচালককে গণধোলাইয়ের মামলায় গ্রেফতার ৬

টাঙ্গাইলে ভ্যানচালককে গণধোলাইয়ের মামলায় গ্রেফতার ৬

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পালিমা সয়াবাজার এলাকায় গত রবিবার (২১ জুলাই) ‘ছেলেধরা’ সন্দেহে এক ভ্যানচালককে গণধোলাইয়ের মামলায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার নাগা গ্রামের মৃত তরিকুল আলমের ছেলে মাইনুল হক সিদ্দিকী ওরফে হিটু (৩৭), একই এলাকার সন্তোষ চন্দ্র মালোর ছেলে প্রভাত চন্দ্র মালো (১৯), মৃত নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান তালুকদার ওরফে রিপন (৪৭), পালিমা গ্রামের আনোয়ার হোসেন খানের ছেলে শিশির আহম্মেদ খান ওরফে পাপ্পি (৩২), ফজলু মিয়ার ছেলে আলামিন ইসলাম (১৭) ও এলেঙ্গা গ্রামের আনোয়ার হোসেন খানের ছেলে ওমর (২৮)।

মঙ্গলবার (২৩ জুলাই) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে স্ব স্ব এলাকা থেকে তাদের গ্রেফতার করে কালিহাতী থানা পুলিশ।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন জানান, গত রবিবার নারান্দিয়া ইউনিয়নের পালিমা সয়াবাজারে ভূয়াপুর উপজেলার টেপিবাড়ী গ্রামের মিনহাজ উদ্দিন মিনু নামে এক ভ্যানচালক মাছ ধরার জাল কিনতে আসলে ‘ছেলেধরা’ সন্দেহে গণধোলাই দেয় স্থানীয়রা।

এ ঘটনায় ওই ভ্যানচালকের ছোট ভাই রাজিব হোসেন বাদী হয়ে সোমবার (২২ জুলাই) সন্ধ্যায় কালিহাতী থানায় একটি মামলা দায়ের করে। পরে ওই দিন রাতেই পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে বলেও জানান থানার অফিসার ইনচার্জ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -