নিজস্ব প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে তিন দোকান মালিককে আর্থিক জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমানের নেতৃত্বে মুদি এবং ফলের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান বলেন, মাহে রমজান উপলক্ষে আমরা অভিযান পরিচালনা করি। মুদি দোকানে মূল্য তালিকা না থাকায় ও ফলের দোকানে মানসম্মত ফল না থাকায় দোকান মালিক নুরুল ইসলাম, তোফাজ্জল মিয়া, আফসার মিয়াকে ১০ হাজার টাকা করে আর্থিক জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় তাদের আর্থিক জরিমানা করা হয়। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।