নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে এক ফার্নিচার ব্যবসায়ীর মাথা ও পা বিহীন মরদেহ উদ্ধার করেছে টাঙ্গাইল মডেল থানা পুলিশ। সোমবার সকালে পৌর এলাকার কাজীপুর মহিলা মাদ্রাসার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম মহর আলী (৪০)। তিনি পৌর এলাকার ১১নং ওয়ার্ডের বেড়াবুচনা গ্রামের মৃত জামাল বেপারীর ছেলে।
টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান জানান, সকালে স্থানীয় লোকজন কাজীপুর মহিলা মাদ্রাসার পাশে একটি স্যুটকেস পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সুটকেসের ভিতর থেকে মাথা ও পা বিহীন মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি বেড়াবুচনা গ্রামের মহর আলীর বলে তার পরিবারের সদস্যরা সনাক্ত করেন।
নিহতের চাচাতো ভাই ইয়ারুল ইসলাম জানান, মহর আলী বেড়াবুচনা বউ বাজারে ফাহিম ফার্নিচারের ব্যবসা করতো। রোববার বিকেল থেকে মহর আলী নিখোঁজ ছিলেন। পরে রাতেই টাঙ্গাইল থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়। সকালে কাজিপুর মহিলার মাদ্রাসার পাশে তার লাশ পাওয়া গেছে এমন খবরে সেখানে গিয়ে মহর আলীর লাশ সনাক্ত করেন তরা।