নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল জেলা এ্যাডভোকেট বার সমিতির সিনিয়র আইনজীবি বীরমুক্তিযোদ্ধা মিয়া মো. হাসান আলী রেজাকে উদ্ধারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে আদালত প্রাঙ্গনে জেলা বার সমিতি এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সমিতির সভাপতি রফিকুল ইসলাম খান আলো, সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম শিশির, সরকারি কৌশুরী (পিপি) এস আকবর খান, সরকারি আইনজীবি (জিপি) আনন্দ মোহন আর্য্য, আইনজীবি মীর শামসুল আলম শাহজাদা প্রমুখ। এসময় বার সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আমাদের টাঙ্গাইল প্রশাসন খুবই একটিভ। কাজের বিনিময়ে পুলিশ সুপার একাধিক পদক পেয়েছেন। প্রশাসনের নিকট আমাদের আকুল আবেদন আগামী আগামী ২৪ ঘন্টার মধ্যে আমাদের আইনজীবি মিয়া মো. হাসান আলী রেজাকে জীবিত উদ্ধার করে ফেরত দিতে হবে। তা না হলে কঠোর থেকে কঠোতর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।