নিউজ টাঙ্গাইল ডেস্ক:
টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই কলেজ ছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার টেলকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লিয়াকত চৌধুরীর ছেলে হাসনাত চৌধুরী হিমেল (২২) ও মজনু মিয়ার ছেলে সিরাজুল ইসলাম সোহাগ (২৪)। নিহত দুইজনের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুরস্থ হাজরা ঘাট এলাকায়।
পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর মোটরসাইকেলযোগে নেত্রকোনায় বেড়াতে যায় নিহত হিমেল-সোহাগসহ আরো কয়েকজন কলেজ ছাত্র। আজ বৃহস্পতিবার তারা নেত্রকোনা থেকে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন। তারা মধুপুরা উপজেলার টেলকি এলাকায় পৌঁছলে হঠাৎ করে তাদের মোটারসাইলেকটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
এতে ঘটনাস্থলেই সোহাগ নিহত হন ও গুরুতর আহত হন হিমেল। আহত হিমেলকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে হিমেলকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরে নেয়ার পথে মারা যায়।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দুর্ঘটনার দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।