নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের ভুঞাপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে কিশোর দুই চাচাত ভাই প্রাণ হারিয়েছে।
রোববার দুপুরে উপজেলার খানুরবাড়ি এলাকায় তারা ডুবে যায় বলে গবিন্দাসী ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন চকদার জানান।
নিহত সুজয় পাল (১৫) উপজেলার কষ্টাপাড়া গ্রামের সুভাষ পালের ছেলে এবং লিখন পাল (১২) রঞ্জিত পালের ছেলে। সুজয় গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ও লিখন ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের বরাতে চেয়ারম্যান দুলাল হোসেন চকদার জানান, তারা কয়েকজন বন্ধুসহ বাড়ির পাশে যমুনা নদীতে গোসল করতে গিয়েছিল। “সুজয় সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। তখন তাকে বাঁচাতে তার চাচাত ভাই লিখন এগিয়ে গেলে সেও পানিতে তলিয়ে যায়।”
দুলাল জানান, নদীতে গোসল করতে যাওয়া স্থানীয়রা তাদের পানি থেকে তুলে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ভুঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর জরুরি বিভাগের চিকিৎসক সুমাইয়া জান্নাত বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।