শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১,আহত ২০

টাঙ্গাইলে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১,আহত ২০

ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস উল্টে এক বাসযাত্রী নিহত হয়েছেন। এতে ঐ বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। নিহতের পরিচয় জানা যায়নি।

আজ মঙ্গলবার দুপুর ১২.৫০মিনিটে ঘাটাইলের বানিয়া পাড়া মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘাটাইল থানার ওসি মাকছুদুল আলম জানান,টাঙ্গাইল থেকে বাসটি ময়মনসিংহ যাচ্ছিল। দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে বাসটি বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মটরসাইকেল আরোহীকে বাচাতে গিয়ে বাসটি মহাসড়কেই উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই ঐ বাসের একজন যাত্রী মারা যান। আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -