শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলে যোদ্ধাহত মুক্তিযোদ্ধাকে রাজাকার ঘোষণা করার প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইলে যোদ্ধাহত মুক্তিযোদ্ধাকে রাজাকার ঘোষণা করার প্রতিবাদে মানববন্ধন

 

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার প্রকৃত যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মৃত ইব্রাহীমকে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি কর্তৃক রাজাকার ঘোষণা করার প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা। সোমবার দুপুরে সাগরদিঘী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ঢাকা- সাগরদিঘী সড়কে ঘণ্ট্যাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক মুক্তিযোদ্ধাসহ শিক্ষক,শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার হুরমুজ আলী মাষ্টারের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, মফিজ উদ্দিন, নূর হোসেন, ফজলুল করিম মাস্টার, শাহাদৎ সিকদার, অধ্যক্ষ বাছির উদ্দিন যুবলীগ নেতা আনসার আলী, লিটন মাহমুদসহ প্রমূখ বক্তব্য
দেন।
প্রসঙ্গত: গত ২০১৫ সালের ২ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে ৩৪০ নম্বর স্বারকপত্রের আলোকে এ যাচাই-বাচাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -