রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলে শিয়াল মারার জন্য ফাঁদে পেতে সেই ফাঁদে পড়েই মারা গেলেন স্বামী-স্ত্রী

টাঙ্গাইলে শিয়াল মারার জন্য ফাঁদে পেতে সেই ফাঁদে পড়েই মারা গেলেন স্বামী-স্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আঁখ ক্ষেতে শিয়াল মারতে ফাঁদ পেতে রাখা সেই ফাঁদে পড়েই মারা গেলেন স্বামী-স্ত্রী।

রবিবার (২৫ আগস্ট) দুপুরে এমন ঘটনা ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইলউপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামে।

নিহতরা হলেন- উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামের নঈম উদ্দিনের ছেলে কৃষক মো. আরশেদ আলী (৬৫) ও তার স্ত্রী রহিমা বেগম (৫২)।

এলাকাবাসী ও পরিবারের অন্যান্যরা জানায়, কৃষক আরশেদ তার বাড়ির পাশে আঁখ চাষ করেন। ক্ষেত থেকে আঁখ চুরি ঠেকাতে ক্ষেতের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। ঘটনার আগে বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই অসাবধানতাবশত ক্ষেতে গেলে প্রথমে রাহিমা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় স্ত্রীকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন আরশেদ। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে।

রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাহবুবুল হক মাসুদ জানান, কৃষক আরশেদের নিজ আখক্ষেত বিনষ্টের হাত থেকে বাঁচাতে ক্ষেতের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা স্বামী-স্ত্রী দুজনেই মারা যান।

এ বিষয়ে ঘাটাইল থানার ওসি কর্মকর্তা সজল খান জানান, বিদ্যুৎস্পৃষ্টে দুইজন নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতদের ছেলের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -