নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে শ্রী শ্রী কালিবাড়ীর কার্যকরী পরিষদের পূনাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ১৮১ সদস্য বিশিষ্ট্য এই কমিটি গঠন করা হয়। কমিটিতে সুভাষ চন্দ্র সাহাকে সভাপতি এবং জীবন কৃষ্ণ চৌধুরীকে সাধারণ করা হয়। সোমবার সন্ধ্যার দিকে কালিবাড়ীর প্রাঙ্গণে এ কমিটি গঠন করা হয়। প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোটমনির।
শ্রী শ্রী কালিবাড়ীর সভাপতি সুভাষ চন্দ্র সাহার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল পৌরসভার ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর কামরুল হাসান মামুন, সংরক্ষিত আসনের কাউন্সিলর উল্কা বেগম, কালিবাড়ীর সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ চৌধুরী, সহ-সভাপতি স্বপন ঘোষ, সাংগঠনিক সম্পাদক দিলীপ দাশ, যুগ্ম-সম্পাদক প্রদীপ কুমার গুন (ঝন্টু) প্রমুখ।