টাঙ্গাইলে সংখ্যালঘুদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

0
687

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে চলমান পরিস্থিতিতে হিন্দুদের উপর বর্বরোচিত নির্যাতন, হামলা, মাঠ-মন্দির ও ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিক্ষোভ মিছিল ও বিভিন্ন দাবি জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন উপজেলা হিন্দু পরিবার।

সোমবার (১২ আগস্ট) উপজেলা হিন্দু পরিবার, সনাতন সংঘ, গীতাস্কুল ও ভূঞাপুর হিন্দু যুব সংঘের আয়োজনে বেলা সাড়ে ১১ টায় ভূঞাপুর-তারাকান্দি সড়কের উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে ৬দফা দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে প্রধান উপদেষ্টা বরাবর লেখা স্মারকলিপি তুলে দেওয়া হয়।

সমাবেশে বক্তারা বলেন, সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। আলাদা মন্ত্রণালয় গঠন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য আলাদা উপাসনালয় নির্মাণ ও হোস্টেলগুলোতে প্রার্থণা কক্ষ বরাদ্দ করতে হবে। শারদীয় দূর্গাপূজায় ৫দিনের ছুটি দিতে হবে। এছাড়া যারা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ক্ষতিগ্রস্থ করেছে তাদের যথাযথ ক্ষতিপূরণ এবং দোষীদের কঠোর শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।

এসয়ম উপস্থিত ছিলেন- ভূঞাপুর হিন্দু সংঘের সাবেক সভাপতি রুহিদাস পাল, সাধারণ সম্পাদক সুমন কুমার দেব, সাবেক সম্পাদক হারন কর্মকর্তা, গীতাস্কুলের সভাপতি অভিজিৎ ঘোষ, সনাতন সংঘের সভাপতি সঞ্জয় পাল, সহ-সভাপতি সুদীপ্ত দেবনাথ, সম্পাদক মিঠু সূত্রধর প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।