নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে সাতদিন ব্যাপি বনজ, ফলদ, ভেষজ ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। শনিবার সকালে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ অনুষ্ঠানের আয়োজন করে। মেলা উপলক্ষে শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে এক র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূণরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
মেলা উদ্বোধন করেন টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজাউর রহমান, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি ।
এতে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা হারুন-অর রশিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ।