নিজস্ব প্রতিবেদক: বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দুইটি হত্যা মামলা ও একটি ভাঙচুরসহ তিনটি মামলা সাবেক কৃষিমন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ড. আব্দুর রাজ্জাকের ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
সোমবার (১১ নভেম্বর) বিকালে টাঙ্গাইল অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তিনজন বিচারক পৃথক ভাবে এ রায় দেন। টাঙ্গাইলের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পিপি শফিকুল ইসলাম রিপন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন সকালে আব্দুর রাজ্জাককে আদালতে আনা হলে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের শিক্ষার্থী এবং বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা আদালতের আশপাশে অবস্থান নেন। পরে বিকাল সাড়ে ৩টার দিকে রাজ্জাককে আদালতে তোলার সময়ে তাকে লক্ষ্যে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ও ডিম ছুঁরে মারে। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ও বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন নানা ধরণের শ্লোগান দেয়।
এদিকে, সোমবার সকাল থেকেই আদালত প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় বিপুল পরিমাণ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
আদালত সূত্রে জানা যায়, ঢাকায় বিভিন্ন মামলায় রিমান্ড শেষে আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলে আনা হয়। পরে আজ সোমবার টাঙ্গাইল সদর থানায় শিক্ষার্থী মারুফ হত্যা মামলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পশুপতি বিশ্বাস আদালতে, মির্জাপুর থানায় আরেক শিক্ষার্থী ইমন হত্যা মামলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইসমত আরা এবং মধুপুর থানায় হামলা ও ভাংচুরের মামলায় অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসীনের আদালতে পুলিশ আব্দুর রাজ্জাককে হাজির করেন।
এ সময় পুলিশ আব্দুর রাজ্জাককে শোন এরেস্ট এবং ৭ দিন করে রিমান্ডের আবেদন করেন। একই সাথে আব্দুর রাজ্জাকের পক্ষে আইনজীবী জামিনের আবেদন করেন। পরে সংশ্লিষ্ট আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে প্রতিটি মামলায় ৫ দিন করে ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল আমিন বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা রাজ্জাকের উপযুক্ত বিচার চাই এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।
টাঙ্গাইল অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পিপি শফিকুল ইসলাম রিপন বলেন, আজকে মোট ৩টি মামলায় তাকে ১৫ দিনের রিমান্ড দোওয়া হয়েছে। তার মধ্যে মধুপুর উপজেলায় গত ৪ আগষ্ট হামলার ঘটনায় একটি মামলা ও অপর দুটি হলো- মির্জাপুরে ইমন হত্যা ও টাঙ্গাইল সদরে মারুফ হত্যা মামলা। আমরা রাষ্ট্রপক্ষ রিমান্ড শুনানীতে খুবই খুশি তবে তার উপযুক্ত শাস্তি হলেই আমরা সন্তুষ্ট হব।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।