নিজস্ব প্রতিবেদক: সার্ক মানবাধিকার ফাউন্ডেশন টাঙ্গাইল সদর উপজেলা শাখায় নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মীর শামীমুল আলমকে সভাপতি ও মো. শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে মোট ২১ সদস্যের একটি নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে মীর শামীমুল আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (১২ ফেব্রুয়ারি) সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি ও বিচারপতি ছিদ্দিকুর রহমান মিরা এবং মহাসচিব মাওলানা মোহাম্মদ আবেদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে টাঙ্গাইল সদর উপজেলা শাখার নতুন কমিটিকে দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয় বলে জানান তিনি।
২১ সদস্য কমিটির মধ্যে সহ-সভাপতি রোকেয়া সুলতানা, সেলিম রেজা, সৈয়দ শহীদুল আনম শহীদ ও মো. শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক কানিজ ফাতেমা তানিয়া ও গোবিন্দ কর্মকার, সাংগঠনিক সম্পাদক শিউলী, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন, অর্থ সম্পাদক রতন ভোমিক, দফতর সম্পাদক খন্দকার আরিফ হোসেন।
এছাড়া আইন বিষয়ক সম্পাদক মো. আতিকুর রহমান সিদ্দিকী, মহিলা বিষয়ক সম্পাদক বনিতা রানী দাস, সমাজকল্যাণ সম্পাদক সাবিনা আক্তার রুনা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মুক্তার হাসান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. কায়সার মাহমুদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সুব্রত দত্ত, সদস্য হান্নান কবীর, উজ্জল হোসেন ও সমাইয়া তাবাসসুম।