মঙ্গলবার, অক্টোবর ৩, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে সড়কে ঝরল মোটরসাইকেলে আরোহীর প্রাণ

টাঙ্গাইলে সড়কে ঝরল মোটরসাইকেলে আরোহীর প্রাণ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে ট্রাকের চাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছে একজন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের কালিহাতী উপজেলার চরভাবলা এলাকায় এই ঘটনা ঘটে।

তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ এবং হাসপাতাল সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি মোটরসাইকেল উপজেলার চরভাবলা এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের দুইজন গুরুত্বর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. শফিকুল ইসলাম সজিব বলেন, আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপরজনের অবস্থা আশঙ্কাজনক।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -