নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় চায়না বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার লাউহাটী-এলাসিন সড়কের কাতুলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। চায়না ওই এলাকার শামছুল হকের স্ত্রী।
চায়নার দেবর আল-আমিন জানান, বিকেলে বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিলেন চায়না। এসময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় চায়নাকে উদ্ধঅর করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।