সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত, আহত ৪

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত, আহত ৪

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত চারজন। শুক্রবার (২৩ আগস্ট) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মহেড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাবনা জেলার আটঘরিয়া উপজেলার আব্দুর রাজ্জাক ও আব্দুল কাদের। তারা সর্ম্পকে চাচা-ভাতিজা বলে জানা গেছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, পাবনা থেকে একটি মাইক্রোবাসযোগে একই পরিবারের পাঁচজন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। মাইক্রোবাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মহেড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী একটি ড্রাম ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের ড্রাইভারসহ ৬ জন আহত হয়। পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দুইজনকে মৃত ঘোষণা করে চিকিৎমক।

গোড়াই হাইওয়ে পুলিশের এসআই মতিয়ার রহমান বলেন, নিহতদের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে এবং আহতরা চিকিৎসাধীন রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -