নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে ১৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার হওয়া মো. শামীম (৪৫) নামে এক মাদক কারবারিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার (১৯ জুলাই) দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ (তৃতীয়) আদালতের বিচারক আতিকুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি শামীম আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সহকারী সরকারি কৌশলী (এপিপি) শহিদুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১২ সালের ২৭ আগস্ট টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ডের মায়ের দোয়া হোটেলের সামনে থেকে ১৫ গ্রাম হেরোইনসহ আসামি শামীমকে গ্রেফতার করে টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রক ও অধিদপ্তরের উপ-পরিদর্শক সাইফুল আলমসহ সঙ্গীয় ফোর্স।
এরপর উপ-পরিদর্শক (এসআই) সাইফুল আলমবাদ হয়ে টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় বুধবার আদালতের রায়ে শামীমকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত।