নিউজ টাঙ্গাইল ডেস্ক: আগামী ১ জুলাই টাঙ্গাইলের পুলিশ লাইনে পুলিশ কনস্টেবল পদের নিয়োগ পরীক্ষা শুরু হবে।
টাঙ্গাইলে ১০০ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি মিলবে বলে জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) সঞ্জিত কুমার রায়। আজ বৃহস্পতিবার এ কথা বলেন তিনি।
সঞ্জিত কুমার বলেন, ‘এখন ১০০ টাকায় মিলবে পুলিশের চাকরি। আগামী ১ জুলাই টাঙ্গাইল জেলা পুলিশে কনস্টেবল পদে মাত্র ৩ টাকা মূল্যের একটি চালান ফরম ও ১০০ টাকায় মিলবে পুলিশের চাকরি।’
‘এই ১০০ টাকা কনস্টেবল নিয়োগে সরকার নির্ধারিত পরীক্ষার ফি বাবদ ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। যোগ্যতার ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে।
এ সময় নিয়োগপ্রার্থীদের প্রতারক ও দালাল চক্রের প্রতারণা থেকে সাবধান থাকার জন্য আহবান করেছেন এসপি সঞ্জিত কুমার রায়।
আগামী ১ জুলাই টাঙ্গাইলের পুলিশ লাইনে পুলিশ কনস্টেবল পদের নিয়োগ পরীক্ষা শুরু হবে। ইতোপূর্বে সংশ্লিষ্ট বিভাগ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।