শনিবার, অক্টোবর ৫, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ১১ মাদক সেবিকে কারাদন্ড ও অর্থদন্ড

টাঙ্গাইলে ১১ মাদক সেবিকে কারাদন্ড ও অর্থদন্ড

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে ৯ মাদক সেবিকে কারাদন্ড ও ২ জনকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোববার টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান ও এম. এ করিম তাদেরকে কারাদন্ড দেয়।

অর্থদন্ডরা হলেন টাঙ্গাইল সদর সন্তোষ এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে মো. নাজিম (৪০) ও সাবালিয়ার মো. সেকান্দার মিয়ার ছেলে মো. মনিরুল ইসলাম (৩০)।

দন্ড প্রাপ্তরা হলেন, টাঙ্গাইল সদর গারাইল গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে মো. নুর ইসলাম (২২), টাঙ্গাইল সদর কচুয়াডাঙ্গার মৃত আনিস মিয়ার ছেলে শাহাদাৎ (২৫), সদরের সন্তোষ এলাকার মৃত ইনসু মিয়ার ছেলে মো. সোহেল (২২), কাগমারী গ্রামের মৃত সামছুল হকের ছেলে মো. মনিরুজ্জামান (৪০), সাবালিয়ার মৃত মুক্তার আলীর ছেলে মো. মোশারফ হোসেন (৩৮), কালিহাতী উপজেলার মসাজান গ্রামের মো. গফুর আলীর ছেলে মো. রফিক (৩৮), একই গ্রামের মৃত হাসেমের ছেলে মো. হাকিম উদ্দিন (৪০), উপজেলার হিজুলী গ্রামের মো, তোতা মিয়ার ছেলে মো. সোনা মিয়া (৩৫), ও উপজেলার এলেঙ্গা দঃপাড়ার মৃত সেকান্দার আলীর ছেলে মো. রিপন (৩২)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান ও এম. এ করিম বলেন গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ মাদক সেবিকে গ্রেফতার করে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে, তাদের মধ্যে থেকে ২জন কে অর্থদন্ড দিয়ে ছেরে দেওয়া হয়েছে।

র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার রবিউল ইসলাম বলেন, সোববার দুপুরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ মাদক সেবিকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দন্ডপ্রাপ্তদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -