সোমবার, অক্টোবর ২, ২০২৩
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরটাঙ্গাইলে ১২০০ ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

টাঙ্গাইলে ১২০০ ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে ১২০০ ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (দক্ষিণ )। গত শনিবার রাতে উপজেলার গোড়াই হাটুভাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। রবিবার সকালে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, কুড়িগ্রাম জেলার ওলিপুর উপজেলার মেকুবের আলগা গ্রামের সমের আলী এবং একই জেলার রৌমাড়ি উপজেলার বেড়ামারা গ্রামের জায়েদুল ইসলাম।

পুলিশ জানায়, গোপন সংবাদে টাঙ্গাইল ডিবি পুলিশ (দক্ষিণ) পরিদর্শক শ্যামল কুমার দত্তের নির্দেশে এসআই উবায়দুর রহমান ও এসআই কমল সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে হাটুভাঙ্গা এলাকা থেকে ইয়াবা সরবরাহ করার সময় তাদের গ্রেপ্তার করে। তারা উত্তরাঞ্চল থেকে ইয়াবা এনে মির্জাপুরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান করে জানান, শনিবার রাতেই ডিবি পুলিশ গ্রেপ্তারদের মির্জাপুর থানায় হস্তান্তর করে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -