নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে শনিবার (১জুন) রাতের কোন একসময় এক গ্রাম থেকে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। উপজেলা পৌর সদরের কুমারজানি গ্রামের পশ্চিমপাড়া ও উত্তরপাড়া থেকে ২৫, ২০ ও ৫ কেভি বৈদ্যুতিক ক্ষমতাসম্পন্ন তিনটি ট্রান্সফরমার চুরি হয়। এতে তাৎক্ষণিকভাবে বিদ্যুতবিহীন হয়ে দুর্ভোগের মধ্যে পড়েছে ঐ গ্রামের শতাধিক পরিবার।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার(১জুন) দিনগত রাত প্রায় সাড়ে দশটার দিকে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হওয়ার পরপরই বিদ্যুৎ চলে যায়। এরপর আর বিদ্যুৎ না আসলে রবিবার (০২ জুন) সকালে গ্রামের কয়েক জনের কাছে ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ার বিষয়টি দৃষ্টিগোচর হয়। পরে খবর পেয়ে মির্জাপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের একটি তদন্তকারী দল ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে মির্জাপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো.মোর্শেদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ট্রান্সফমার চুরি যাওয়ার ঘটনায় একটি তদন্তকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। গ্রামবাসীর বিদ্যুতবিহীন অবস্থার বিষয়ে যথাসম্ভব দ্রুত পদক্ষেপ নেওয়াসহ চুরির ঘটনায় থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।