সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ৪ বছরের শিশু ধর্ষণ, আসামি ডিএনএ পরীক্ষার অনুমতি

টাঙ্গাইলে ৪ বছরের শিশু ধর্ষণ, আসামি ডিএনএ পরীক্ষার অনুমতি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ৪ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামি শাহজাহান মিয়ার (৫৮) ডিএনএ পরীক্ষার অনুমতি দিয়েছেন আদালত। টাঙ্গাইল সদর উপজেলা আমলি আদালতের বিচারক ও অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসীন সোমবার এ অনুমতি দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন এই মামলার বাদি পক্ষের আইনজীবী জিনিয়া বখ্শ।

শাহজাহান মিয়া জেলার ঘাটাইল উপজেলার শালিয়াবহ গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। তিনি টাঙ্গাইল শহরতলীতে একটি ভাড়া বাসায় থাকতেন। গত ১৮ জুন তার পাশের বাসার চার বছরের এক শিশুকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এর ফলে মেয়েটি অসুস্থ হয়ে পরলে ঘটনা জানাজানি হয়।

গত ২০ জুন মেয়েটিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায়। ডিএনএ পরীক্ষার জন্য ওই শিশুর সোয়াব সংগ্রহ করা হয়। গত ২১ জুন ওই শিশুর বাবা বাদি হয়ে শাহজাহান মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারি কর্মকর্তা টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মিয়া জানান, গত শনিবার সন্ধ্যায় র‌্যাব-১৪ এর একটি দল শাহজাহান মিয়াকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশ রোববার শাহাজাহান মিয়াকে আদালতে হাজির করে। পরে আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। অপরদিকে ওই দিনই শাহজাহান মিয়ার ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য অনুমতি চেয়ে আদালতে আরও একটি আবেদন করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -