আজ শনিবার (১০ আগষ্ট) দুপুরে তিনি চিকিৎসার বিষয়ে চিকিৎসক ও রোগীদের সাথেও আলাপ করেন। আসন্ন ঈদের ছুটিতে যাতে চিকিৎসার কোন কমতি না হয় সে বিষয়ে চিকিৎসকদের নিদের্শনা দেন এবং হাসপাতালে ভর্তি হওয়া সকল ডেংগু রোগীর চিকিৎসা বিনামুল্যে চিকিৎসা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ নারায়ন চন্দ্র সাহা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাড. জাফর আহমেদ, বিএমএর সাধারন সম্পাদক ডাঃ শহীদুল্লাহ কায়সারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।