বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল জেলা জাতীয় পার্টির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে জেলা জাতীয় পার্টির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৭ জানুয়ারি) দুপুরে শহরের দলীয় কার্যালয়ে সংগঠন সুসংগঠিত করতে ওই সভার আয়োজন করা হয়।

জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সোহেল রহমান, জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মোজাম্মেল হক, সহ-সভাপতি সামছুদ্দোহা যুবরাজ, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কবীর হোসেন উজ্জ্বল, মো. ইব্রাহিম মোল্লা ও আহসান খান আছু, সাংগঠনিক সম্পাদক কায়ছার রেজভী রিপন, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সলিমউল্লাহ্ দুলাল প্রমুখ।

এ সময় জেলা ও উপজেলা জাতীয় পার্টিসহ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -