মঙ্গলবার, মার্চ ২৮, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল পৌর শহরে রাত্রিকালীন পরিচ্ছন্নতার কার্যক্রমের উদ্বোধন

টাঙ্গাইল পৌর শহরে রাত্রিকালীন পরিচ্ছন্নতার কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: জনসাধারণের দুর্ভোগ এড়াতে টাঙ্গাইল পৌর এলাকায় রাত্রিকালীন পরিচ্ছন্নতার কার্যক্রমের উদ্বোধন করেছেন মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।

মঙ্গলবার (১৭ জানয়ারি) রাত সোয়া ৯টায় শহরের নিরালা মোড় এলাকায় এর উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র তানভীর ফেরদৌস নোমান, কাউন্সিলর উল্কা বেগমসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

মেয়র এসএম সিরাজুল হক আলমগীর বলেন, আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো পৌরবাসীর জন্য প্রতিটি সকাল হবে একটি পরিস্কার পরিচ্ছন্ন নগরী। ময়লা-আবর্জনা, ধুলা-বালুমুক্ত শহর গড়ার লক্ষ্যে কাজ করা হচ্ছে। দিনের বেলায় পরিস্কার করা হলে জন সাধারণের দুর্ভোগ পোহাতে হয়। সেই দুর্ভোগ লাঘবে রাতের বেলায় পরিস্কার পরিচ্ছন্ন কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এখন থেকে প্রতিদিন রাতে পৌর এলাকার প্রতিটি সড়ক পরিস্কার করা হবে। এতে দিনের বেলায় মানুষ চলাচলে কোন দুর্ভোগ পোহাতে হবে না। আধুনিক পৌরসভা বিনির্মাণে সকলের সহযোগিতা করেন তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -