মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল বিএনপির সভাপতি তোফা ও সম্পাদক ফরহাদ

টাঙ্গাইল বিএনপির সভাপতি তোফা ও সম্পাদক ফরহাদ

৪৮ সদস্য বিশিষ্ট টাঙ্গাইল জেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক কৃষিবিদ শামসুল আলম তোফা। সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক সংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

শামসুল আলম বলেন, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার কমিটির অনুমোদন দেন। অনুমোদনপ্রাপ্ত কমিটির বর্তমান সদস্য সংখ্যা ৪৮।”

পরবর্তী তিনমাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করা হবে বলেও জানান তিনি।

২০০৯ সালের ২৯ নভেম্বর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আযম খান সভাপতি, শামসুল আলম তোফা সাধারণ সম্পাদক ও ফরহাদ ইকবাল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

গত বছর আহমেদ আযম খান কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি হওয়ায় জেলা বিএনপির পদ ছেড়ে দেন। আর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয় সহসভাপতি ফকির মাহবুব আনাম স্বপনকে।

গত বছর তিনবার জেলা সম্মেলনের তারিখ নির্ধারণ হলেও কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে তা স্থগিত হয়ে যায়। পরে কেন্দ্র থেকে একটি প্রতিনিধি দল জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। তাদের পরামর্শে আংশিক কমিটি ঘোষিত হলো।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -