টাঙ্গাইল ৩ (ঘাটাইল) আসনে নৌকার পক্ষে ভোট চাইলেন আলোচিত তিন টিভি তারকা ফজলুর রহমান বাবু, রওনক হাসান ও মনিরা ইফসুফ মিমি।
বৃহস্পতিবার ঘাটাইলের সালেহা ইফসুফ জাই বালিকা বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়ে তারা নৌকার প্রার্থীর পক্ষে ভোট চান।
স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. কামরুল হাসান খান।
উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম লেবু ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক (বীরপ্রতীক)।