ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সখীপুরের এক প্রবাসীর আত্মহত্যা

0
302
News Tangail
এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের বাসাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সখীপুরের শরিফুল ইসলাম (২৫) নামের এক সিঙ্গাপুর প্রবাসী আত্মহত্যা করেছেন। নিহত শরিফুল ইসলাম সখীপুর উপজেলার দেওবাড়ী গ্রামের আলাল মিয়ার ছেলে।
আজ ১৬ অক্টোবর শনিবার  বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার সোনালিয়া রেলক্রসিং এলাকায় বনলতা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন। বাসাইল থানার এসআই মজিবুর রহমান এতথ্যটি নিশ্চিত করেছেন।
নিহতের বাাবা আলাল মিয়া নিউজ টাঙ্গাইলকে  জানান, গত ৬ মাস আগে শরিফুল সিঙ্গাপুর থেকে ছুটিতে বাড়িতে আসেন। সে তিন মাস আগে বাসাইল উপজেলার নাইকানীবাড়ী গ্রামের আমেনা নামের এক মেয়েকে বিয়ে করে। ১৫ অক্টোবর শুক্রবার  শরিফুল শ্বশুর বাড়ীতে বেড়াতে যায়। আজ শনিবার বিকেলে  খবর পাই শরিফুল মারা গেছে।
স্থানীয়রা  জানান, বিকেলে বনলতা একপ্রেসটি ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে রাজশাহী যাওয়ার সময় সোনালিয়া রেলক্রসিং এলাকায় আসলে শরিফুল ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। খবর দিলে তার বাবাসহ পরিবারের লোকজন উপস্থিত হন।
 এ ব্যাপারে এসআই মজিবুর রহমান বলেন, খবর পেয়ে নিহতের লাশ রেলওয়ে পুলিশ নিয়ে গেছে। আইনী পক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কোনো ঝামেলার কারণে তিনি আত্মহত্যা করেছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।