নিজস্ব প্রতিবেদক: উত্তর-দক্ষিণবঙ্গসহ ২৩ জেলার একমাত্র প্রবেশদ্বর টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু। এ সেতুতে অন্যান্য দিনে স্বাভাবিকভাবে যানবাহন পারাপার হলেও শনিবার (১০ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত ছিল ভিন্ন চিত্র। ব্যস্তময় এ মহাসড়কে দূরপাল্লার যাত্রীবাহী বাসসহ পণ্যবাহী ট্রাক কম চলাচল করছে। সব মিলিয়ে দিনভর মহাসড়কটি অনেকটা ফাঁকা ছিল।
মহাসড়ক যানবাহন কম চলাচলের ব্যাপারে
টাঙ্গাইল জেলা পরিবহন মালিক ও শ্রমিক নেতারা জানিয়েছেন, ঢাকায় বিএনপির বিভাগীয় মহাসমাবেশকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা এড়াতে শনিবার টাঙ্গাইল থেকে কোনো গণপরিবহন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে না যাওয়ার সিদ্ধান্ত হয়। এ কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক প্রায় গণপরিবহন শূন্য হয়ে পড়েছে।
এ প্রসঙ্গে টাঙ্গাইল জেলা বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি জানানন, সব মালিককে বাস চলাচল স্বাভাবিক রাখতে বলা হয়েছে। এরপরও যদি তারা সড়কে বাস না নামায় আমাদের কিছু করার নেই।
মহাসড়কে যানবাহন পারাপার কম হওয়ার বিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু সেতুর প্রকৌশলী আহসানুল কবির বাপ্পি বলেন, স্বাভাবিকের তুলনায় সেতু দিয়ে কম সংখ্যক পরিবহন পারাপার হয়েছে। তারমধ্যে যাত্রীবাহী পরিবহনের সংখ্যা কম আরও কম ছিল।