মঙ্গলবার, মে ৩০, ২০২৩
Homeদেশের খবরঢাকার টিকটকার গ্রুপের প্রলোভনে ঘর ছেড়েছিলেন নোয়াখালীর ২ তরুণী

ঢাকার টিকটকার গ্রুপের প্রলোভনে ঘর ছেড়েছিলেন নোয়াখালীর ২ তরুণী

নোয়াখালী থেকে নিখোঁজের পাঁচ দিন পর ঢাকার পল্লবী এলাকা থেকে দুই তরুণীকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। টিকটকারদের প্রলোভনে পড়ে রঙিন জীবনযাপনের আশায় তাঁরা ঢাকায় গিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছেন।

আজ শনিবার দুপুরে উদ্ধারকৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাতে তাঁদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তরুণীরা হলেন ২১ বছর বয়সী আফরোজা ও ১৯ বছর বয়সী জহুরা (ছদ্মনাম)।

পুলিশ বলছে, উদ্ধারকৃত দুই তরুণীর মধ্যে একজন বিবাহিত এবং অপরজন পড়ালেখা করেন। তাঁরা দুজন সম্পর্কে একে অপরের বন্ধু। সামাজিক যোগাযোগমাধ্যমে টিকটক ব্যবহার করতেন দুজনই। গত ৩০ এপ্রিল তাঁরা নিজেদের মধ্যে যোগসাজশে ঢাকার এক টিকটকার গ্রুপের প্রলোভনে পড়ে সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি ছেড়ে পালিয়ে যান। এ ঘটনায় তাঁদের দুজনের পরিবারের পক্ষ থেকে ১ মে সুধারাম মডেল থানায় আলাদা দুটি নিখোঁজ ডায়েরি করা হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁদের উদ্ধারে অভিযানে নামে নোয়াখালী গোয়েন্দা পুলিশের একটি দল।

এ বিষয়ে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের একটি দল ময়মনসিংহ ও ঢাকার একাধিক স্থানে প্রায় ৩০ ঘণ্টা অভিযান চালিয়ে শুক্রবার রাতে পল্লবী থেকে তাঁদের দুজনকে উদ্ধার করে। এর আগে ওই টিকটকাররা তাঁদের নিয়ে একাধিক স্থান ও বাসা পরিবর্তন করে। আমাদের তৎপরতার কারণে সর্বশেষ তাঁদের দুজনকে রেখে পালিয়ে যায় টিকটকার গ্রুপটি।

পলাতক ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চালানো হচ্ছে।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -