নিজস্ব প্রতিনিধি : ঈদে ঘরমুখো মানুষ বাড়ি ফিরতে শুরু করায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ভোর রাত থেকে সকাল ৯টা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বেলা বাড়ার সাথে সাথে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করে। ফলে সকাল ৯টার পর থেকে স্বাভাবিক ভাবেই চলছে এ সড়কে চলাচলরত যানবাহন।
এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান জানান, গত কাল সকাল ৬টা থেকে অাজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় এই মহাসড়ক দিয়ে সেতু পারাপার হয়েছে ১৯৭৮৭ টি যানবাহন।
শুক্রবার ঈদের প্রথম ছুটি হওয়ায় বৃহস্পতিবার বিকেল থেকেই মানুষ বাড়ি ফিরতে শুরু করে। যার ফলে রাত থেকেই এ সড়কে যানবাহনের সংখ্যা বাড়তে শুরু করে। মধ্যরাত থেকে যানজটের সৃষ্টি হয় এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু ১৫ কিলোমিটার এ সড়কে। বেলা বাড়ার সাথে সাথে যানজট কমে গিয়ে সকাল ৯টার পর থেকেই স্বাভাবিক ভাবেই চলাচল চলছে যানবাহন।