শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে তীব্র যানজট

নিজস্ব প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।আজ শুক্রবার ঈদের ছুটির প্রথম দিন। এ কারণে বৃহস্পতিবার অফিস শেষ করে অনেকেই রাজধানী ছাড়তে শুরু করেছেন।

ফলে উত্তরের পথে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়কের দুইদিকেই তীব্র যানজটে দেখা গেছে।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার (ওসি) মোশারফ হোসেন বলেন, মধ্যরাত থেকে মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যায়। এ কারণে সড়কের দুইদিকেই গাড়ি কিছুটা যানজটের সৃষ্টি হয়।মহাসড়কে পুলিশ কাজ করছে। বেলা বাড়ার সাথে সাথে যানজট স্বাভাবিক হবে বলে জানান তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -