নিজস্ব প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।আজ শুক্রবার ঈদের ছুটির প্রথম দিন। এ কারণে বৃহস্পতিবার অফিস শেষ করে অনেকেই রাজধানী ছাড়তে শুরু করেছেন।
ফলে উত্তরের পথে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়কের দুইদিকেই তীব্র যানজটে দেখা গেছে।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার (ওসি) মোশারফ হোসেন বলেন, মধ্যরাত থেকে মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যায়। এ কারণে সড়কের দুইদিকেই গাড়ি কিছুটা যানজটের সৃষ্টি হয়।মহাসড়কে পুলিশ কাজ করছে। বেলা বাড়ার সাথে সাথে যানজট স্বাভাবিক হবে বলে জানান তিনি।