নিজস্ব প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক যানজট নেই। ফলে স্বস্তিতে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। সরেজমিনে সোমবার (২৬ জুন) দুপুর সাড়ে ৩ টায় বঙ্গবন্ধু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন ও গোল চত্বর এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।
এরআগে ভোর থেকে সকাল সাড়ে ১১ টা পর্যন্ত সেতু পূর্ব টোলপ্লাজার ৩-৪ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট ও ধীরগতির যানবাহন চলাচল করে।
ঈদে বাড়ি ফেরা বগুড়াগামী নুসরাত জাহান বলেন, ভেবে ছিলাম এলেঙ্গা থেকে সেতু পূর্ব ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজট হবে। কিন্তু দেখি মহাসড়কে এ অংশে স্বাভাবিক গতিতে গাড়ি চলছে।
বাস চালক ইসমাইল হোসেন জানান, দুপুরের পর থেকে একেবারেই কোনো যানজট ছিল না। ভোগান্তি ও দুর্ভোগ ছাড়াই স্বস্তিতে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে পারব। তবে, সন্ধ্যার পরে যানজট হওয়ার আশঙ্কা করছি।
এদিকে, সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বর থেকে ঢাকামুখী ডাইভারশন রোডে ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল করে। পরে মহাসড়কে পরিবহনের চাপ কমলে ঢাকাগামী লেন খুলে দেওয়া হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান জানান, সকালে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব বিভিন্ন স্থানে যানজট থাকলেও তা বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তা কমে আসে। এখন স্বাভাবিক গতিতে যানবাহন চলছে। বিকালের পর যানবাহনের চাপ বৃদ্ধি হতে পারে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।