বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে স্বস্তি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে স্বস্তি

নিজস্ব প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে স্বাভাবিক ভাবে চলাচল করছে যানবাহন। ফলে ঈদযাত্রায় ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি পৌঁছাতে পারছেন ।

শনিবার (১ জুন) সকালে টাঙ্গাইল অংশের বিভিন্ন এলাকায় ঘুরে কোথাও যানজট দেখা যায়নি। কর্মস্থলে কাজ শেষ করে ঈদের ছুটিতে গত বৃহস্পতিবার (৩০ মে) বিকেল থেকেই অনেকে বাড়ি ফিরতে শুরু করেছেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘মহাসড়কের কোথাও যানজট নেই। যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করছে। এ রুটে চলাচলরত ঘরমুখো মানুষ স্বস্তিতেই বাড়ি ফিরছেন।’

তিনি আরও বলেন, ‘গতকাল শুক্রবার (৩১ মে) সকাল ৬টা থেকে আজ শনিবার (১ জুন) সকাল ৬টা পর্যন্ত এ সড়কে ২৫হাজার ১৮৬টি যানবাহন চলাচল করেছে। টোল আদায় হয়েছে তিন কোটি ১৬ লাখ ১৬হাজার ৮শ’ টাকা।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -