নিজস্ব প্রতিনিধি : গত কাল শনিবার (১জুন) সকাল থেকে আজ পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহন। ফলে ঈদযাত্রায় ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি পৌঁছাতে পারছেন। তবে এ মহাসড়কে গতকালের থেকে আজ কিছুটা গাড়ির চাপ বেশি দেখা গেছে । এদিকে আজ সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ার কারনে ভোগান্তি শিকার হচ্ছে এ মহাসড়ক ব্যবহারকারী চালক ও যাত্রীরা।
রবিবার (২জুন) সকালে টাঙ্গাইলের অংশে বিভিন্ন এলাকায় ঘুরে যানবাহনের চাপ লক্ষ করা গেলেও স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করতে দেখা গেছে। দীর্ঘ ছুটি পেয়ে প্রিয়জনের সাথে ঈদ করতে বৃষ্টির ভোগান্তি মেনে নিয়েই বাড়ি যাচ্ছেন মানুষ।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘এ রুটের টাঙ্গাইলের অংশের কোথাও যানজট নেই। যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করছে। বৃষ্টির কারনে কিছুটা বেগ পোহাতে হচ্ছে।