মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজট


রাজধানীবাসীর ঈদযাত্রার কারণে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এতে মহাসড়কে যানবাহনের লম্বা সারি দেখা গেছে। কয়েকটি স্থানে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।

গাজীপুরের কোনাবাড়ী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার জানান, বৃহস্পতিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুটি স্থানে গাড়ি বিকল হয়ে যায়। এতে যানচলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়।

পরে পুলিশ গাড়ি দুটি সরিয়ে ফেলে।

তবে ঘরমুখো মানুষের যানবাহনের চাপ বাড়তে থাকায় ওই মহাসড়কে দেখা দেয় দীর্ঘ সারি। চন্দ্রা ও কালিয়াকৈর অংশে থেমে থেমে যানজটের সৃষ্টি হতে দেখা যাচ্ছে।

এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে তারগাছ পর্যন্ত যানবাহনের চাপ দেখা গেছে। এর ফলে ধীরগতিতে চলছে গাড়ি। তবে দীর্ঘ যানজটের ভোগান্তি তেমন নেই।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -